Home » » চুলের যত্ন মেয়েদের

চুলের যত্ন মেয়েদের

Written By karim on Wednesday, March 2, 2016 | 6:05:00 AM

১০ টি চুলের যত্ন মেয়েদের

আপনি যদি সঠিক উপায়ে চুলের যত্ন নিতে পারেন, তাহলে সহজেই যেকোন সমস্যা থেকে আপনি মুক্ত থাকতে পারবেন। যেমনঃ- খুশকি, মাথার তালুর ইনফেকশন, চুল পড়া, চুলের অকাল পক্কতা ইত্যাদি। নিচে টিপস গুলো যদি আপনি ফলো করতে পারেন, তাহলে আপনার চুল ও মাথার তালু হবে সুন্দর ও স্বাস্থ্যবান। ১. সপ্তাহে অন্তত তিন দিন আপনার চুল পরিস্কার করুন, হারবাল শ্যাম্পু দিয়ে। ২. মাথার তালুতে সরাসরি শ্যাম্পু প্রয়োগ করবেন না। প্রথমে শ্যাম্পু অল্প পানি দিয়ে মিশিয়ে নিন তারপর মাথার তালুতে হালকাভাবে ম্যাসাজ করে লাগান অনধিক ২ মিনিট। ৩. আপনার যদি খুশকি থাকে তাহলে, এ্যন্টি-ড্যানড্রাফ শ্যাম্পু ব্যবহার করুন এবং মাথার তালু পরিস্কার রাখুন চুলের সু-স্বাস্থ্যের জন্য। ৪. কখনোই ভেজা চুল আচড়াবেন না। ভেজা চুল আচড়ানো মানে চুল পড়ে যাবার সহজ পদ্ধতি। চুল প্রথমে টাওয়েল দিয়ে ভালভাবে মুছে নিন, তারপর একটু হালকা শুকিয়ে পরিস্কার চিরুনি দিয়ে আঁচড়ে নিন। ৫. আপনার যদি লম্বা চুল থাকে তাহলে চুল আঁচড়েতে প্রথমে হাতের আঙ্গুলি ব্যবহার করুন চিরুনির সাথে। ৬. চুল আঁচড়েতে সবসময় ফাঁকা মোটা দাতের চিরুনি ব্যবহার করুন। ৭. সবসময় পরিহার করুন অপ্রয়োজনীয় কসমেটিক সামগ্রী যেমন – চুলের জেল, ক্রিম, হেয়ার কালার ইত্যাদি। এগুলোর প্রভাবে আপনার চুলের স্থায়ীভাবে রাসায়কি ক্ষতি হতে পারে। যা আর নিরাময় সম্ভব না। ৮. যদি একান্তই চুলে রং করতে হয়, তাহলে এ্যামোনিয়া ফ্রি কালার ব্যবহার করুন। ৯. অন্যের ব্যাবহৃত চিরুনি, হেলমেট, ক্যাপ ইত্যাদি ব্যবহার করা থেকে বিরত থাকুণ। কারন এ থেকে আপনার মাথায় সংক্রামক রোগ হতে পারে। ১০. খুব শক্ত ভাবে চুল বাঁধবেন না, এবং একই দিকে প্রতিদিন বাধবেন না, কিছুদিন পর পর স্থান পরিবর্তন করে চুলের গিট বাধবেন।

0 comments:

Post a Comment

Powered by Blogger.