Home » » বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম

বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম

Written By karim on Wednesday, May 11, 2016 | 10:54:00 AM

আজ বুধবার ১০টি
শিক্ষা বোর্ডের অধীনে
অনুষ্ঠিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট
(এসএসসি) ও সমমান পরীক্ষার ফল
প্রকাশ হয়েছে। বুধবার দুপুর ১টায়
সচিবালয়ে সংবাদ সম্মেলনে করে
মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণা
করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম
নাহিদ।
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি)
ও সমমান পরীক্ষায় এবার গড় পাসের
হার ৮৮ দশমিক ২৯ শতাংশ। সারা দেশে
জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৯ হাজার
৭৬১ জন।
রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর
টেলিটক থেকে আগামী ১২
থেকে ১৮ মে পর্যন্ত এসএসসি ও
সমমানের পরীক্ষার ফল
পুনঃনিরীক্ষার আবেদন করা যাবে।
ফল পুনঃনিরীক্ষণের আবেদন
করতে RSC লিখে স্পেস দিয়ে
বোর্ডের নামের প্রথম তিন
অক্ষর লিখে স্পেস দিয়ে রোল
নম্বর লিখে স্পেস দিয়ে বিষয়
কোড লিখে ১৬২২২ নম্বরে
পাঠাতে হবে।
ফিরতি এসএমএসে ফি বাবদ কত টাকা
কেটে নেওয়া হবে তা জানিয়ে
একটি পিন নম্বর (পার্সোনাল
আইযেন্টিফিকেশন নম্বর) দেওয়া
হবে।
আবেদনে সম্মত থাকলে RSC
লিখে স্পেস দিয়ে YES লিখে
স্পেস দিয়ে পিন নম্বর লিখে
স্পেস দিয়ে যোগাযোগের
জন্য একটি মোবাইল নম্বর লিখে
১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে
হবে।
প্রতিটি বিষয় ও প্রতি পত্রের জন্য
১২৫ টাকা হারে চার্জ কাটা হবে।
যে সব বিষয়ের দুটি পত্র (প্রথম ও
দ্বিতীয় পত্র) রয়েছে যে সব
বিষয়ের ফল পুনঃনিরীক্ষার আবেদন
করলে দুটি পত্রের জন্য মোট
২৫০ টাকা ফি কাটা হবে।
একই এসএমএসে একাধিক বিষয়ের
আবেদন করা যাবে, এক্ষেত্রে
বিষয় কোড পর্যায়ক্রমে ‘কমা’
দিয়ে লিখতে হবে।

0 comments:

Post a Comment

Powered by Blogger.