Home » » কর্মসংস্থান ব্যাংক নিয়োগ ২০১৭

কর্মসংস্থান ব্যাংক নিয়োগ ২০১৭

Written By karim on Friday, February 10, 2017 | 8:21:00 AM

| / কমসংস্থান ব্যাংক ১, রাজউক এভিনিউ, ঢাকা-১০০০ । www.karmasangsthanbank gov.bd নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োক্ত শূন্যপদ পূরণের উদ্দেশ্যে বাংলাদেশী যোগ্য স্থায়ী নাগরিকদের নিকট হতে স্ব-হস্তে লিখিত দরখাস্ত আহবান করা যাচ্ছে : পদের নাম ও বেতনতম পদ সংখ্যা যোগ্যতা ডাইভার ০৩তিন) অষ্টম শ্রেণী পাশ এবং ১৯৮৩ সালের মটরযান অধ্যাদেশ বেতনাম টাকা ১৩০০-২২৪১০ (LV 1983) মোতাবেক বৈধ লাইসেসহ হালকা ও ভারী যানবাহন চালনায় বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। আী প্ৰাৰ্থীদেরকে জীবনবৃত্তাসহ আবেদনপত্রের সাথে নিম্নবণিত কাগজপত্ৰাদি সংযুক্ত করে | উপ-মহাৰ্যৰস্থাপক, কৰ্মী ব্যবস্থাপনা, প্ৰশিক্ষণ ও মানব সম্পদ বিভাগ বরাবর আগামী ২৮০২-২০১৭ তারিখের মধ্যে পৌছাতে হবে : ক) সম্প্ৰতি তোলা পাসপোট সাইজের ৪ (চার) কপি সত্যায়িত ছবি ; খ) শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত ফটোকপি ; | গ্য বিশেষ কোটােৱ প্ৰাৰ্থীদের ক্ষেত্রে যথাযথ কতৃপক্ষ কতৃক ইস্কৃত প্ৰমাণপত্ৰ ; ঘ) স্থায়ী ঠিকানার সমৰ্থন নাগরিকত্ব সনদ (ইউনিয়ন পরিষদ । পৌরসভার চেয়ারম্যান । মেয়র কিংবা সিটি কৰ্পোরেশনের ক্ষেত্ৰে ওয়া কাউন্সিলর অথবা ১ম শ্রেণীর গেজেটেড অফিসার কতৃক প্ৰদত্ত সাটিফিকেট) । ৩) বৈধ ডাইভিং লাইসেন্স এর সত্যায়িত ফটোকপি ; চ) অভিজ্ঞতার সনদপত্রের সত্যায়িত ফটোকপি ; ছ) জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ফটোকপি। স-৩৬২ (৭৩) | অন্যান্য তথ্য : ক) প্ৰাৰ্থীর বয়স ১৮.০৯.২০১৭ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধাশীল মুক্তিযোদ্ধার পুত্ৰ-কন্যার ক্ষেত্ৰে বয়সীমা ১৮৩২ বছর। মুক্তিযোদ্ধাশহীদ মুক্তিযোদ্ধার পুত্ৰ-কন্যার পুত্ৰ কন্যাদের ক্ষেত্ৰে বয়সীমা ১৮-৩০ বছর । এফিডেভিট গ্ৰহণযোগ্য নয় ; খ) প্ৰাৰ্থীর সাথে মুক্তিযোদ্ধার সম্পৰ্ক উল্লেখপূর্বক প্ৰথম শ্রেণীর গেজেটেড কৰ্মকৰ্তা অথবা সংশিষ্ট ইউনিয়ন পরিষদ/পৌরসভার মেয়রাসিটি কৰ্পোরেশনের কাউন্সিলর কতৃক প্ৰদত্ত প্ৰত্যয়নপত্ৰ ; গ) চাকুরীরত প্ৰাৰ্থীগণকে স্ব-স্ব নিয়োগকারী কতৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে ; ঘ) প্ৰাৰ্থীদের সকল পরীক্ষাটেটে অংশগ্রহণ করতে হবে। এর জন্য কোনটিও । ডিএ প্ৰদান করা হবে না ; ৬) টিপূৰ্ণ আবেদনপত্ৰ বাতিল বলে গণ্য হবে ; চ) নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান এবং পরিবর্তিত ক্ষেত্ৰে প্ৰযোজ্য বিধিবিধান অনুসরণ করা হবে ; ছ) কোন কারণ দৰ্শানো ব্যতিরেকে যে কোন । সকল আবেদন বাতিল । গ্রহণের অধিকার ব্যাংক কপি সংরক্ষণ করেন। নিয়োগ সংক্ৰান্ত সকল বিষয়ে কতৃপক্ষের সিদ্ধান্ত চুড়ান্ত বলে গণ্য হবে। এমএম মাহৰ আলম উপ-মহাব্যবস্থাপক

0 comments:

Post a Comment

Powered by Blogger.